কুইজ এবং প্রজেক্ট প্রদর্শনী- ২ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবেন স্টিম অলেম্পিয়াড এ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এ অধ্যয়নরত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় আইটেসারেক্ট টেকনোলজিস প্রথমবারের মত বাংলাদেশে নিয়ে আসছে “ন্যাশনাল স্টিম অলেম্পিয়াড” যার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা খুব সহজেই স্টিম (STEAM) শিক্ষা ব্যবস্থার সাথে পরিচিতি লাভ করতে পারবে।
iTesseract Technologies বর্তমানে STEAM (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, কলা, গণিত) এবং ৪র্থ শিল্প বিপ্লবের উপর জোর দিয়ে প্রথমবারের মতো “ন্যাশনাল স্টিম অলেম্পিয়াড” আয়োজন করছে।
কুইজ এবং প্রজেক্ট প্রদর্শনী- ২ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবেন স্টিম অলেম্পিয়াড এ।
৩ টি ধাপে কুইজ এবং প্রজেক্ট প্রদর্শনী মূল্যায়ন করা হবে।
প্রথম ধাপটি অনলাইনে হবে, দ্বিতীয় ধাপ অথবা বিভাগীয় রাউন্ডটি ফিজিক্যালি বিভাগে সংঘঠিত হবে এবং শেষ অথবা ফাইনাল রাউন্ডটি ঢাকায় সংঘঠিত হবে।
কুইজ প্রতিযোগিতা-
শুধুমাত্র একক আবেদনকারীরা কুইজে অংশগ্রহণ করতে পারবেন। দলগত আবেদনকারীর কেউ কুইজে অংশগ্রহণ করতে পারবেন না।
পুরস্কার-
চ্যাম্পিয়ন- ৫০,০০০ টাকা ও সনদপত্র
১ম রানার আপ- ৩০,০০০ টাকা ও সনদপত্র
২য় রানার আপ- ২০,০০০ টাকা ও সনদপত্র
এবং এছাড়াও অন্যান্য সুবিধা।
প্রজেক্ট প্রদর্শনী-
একক এবং দলগত আবেদনকারীর সবাই প্রজেক্ট প্রদর্শনীতে অংশ নিতে পারবেন। তবে একক ভাবে আবেদন করলে শুধু মাত্র একজনই প্রজেক্টটি প্রদর্শন করবে এবং দলগত আবেদন করলে কমপক্ষে ২ থেকে সর্বোচ্চ ৪ জন দলীয় ভাবে প্রজেক্টটি প্রদর্শন করতে পারবেন।
পুরস্কার-
চ্যাম্পিয়ন- ২,০০,০০০ টাকা ও সনদপত্র
১ম রানার আপ- ১,০০,০০০ টাকা ও সনদপত্র
২য় রানার আপ- ৫০,০০০ টাকা ও সনদপত্র
এবং এছাড়াও অন্যান্য সুবিধা।
নিবন্ধন লিংক:

Check Also

ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডে তোমরা যারা টেকনোলজি ও রোবোটিক্স নিয়ে অংশগ্রহণ করছো তাদের জন্য ন্যাশনাল স্টিম অলিম্পিয়াড ও বিডিইউ স্টিম ক্লাব নিয়ে এসেছে অসাধারণ একটি লাইভ প্রোগ্রাম।

ন্যাশনাল স্টিম অলিম্পিয়াডে তোমরা যারা টেকনোলজি ও রোবোটিক্স নিয়ে অংশগ্রহণ করছো তাদের জন্য ন্যাশনাল স্টিম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *