ডুয়েট রোবটিক্স ক্লাব এর আয়োজনে “DUET TECHFEST-23” – এ আইসিটি অলিম্পিয়াড সেগমেন্টে প্রথম স্থান অধিকার করায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর আইওটি ও রোবোটিক্স বিভাগের শিক্ষার্থী তৌসিফ মাহমুদ ইমন এবং আইডিয়া এন্ড প্রজেক্ট এক্সিবেশন সেগমেন্টে ৩২ টি টিমের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করায় একই বিভাগের শিক্ষার্থী জুল জালাল আল মামুর সায়র, নিশাত তাসনিম শিশির, বিত্ত বৈভব বর্মন-কে BDU Robotics Club এর শুভেচ্ছা ও অভিনন্দন।
পুরষ্কারপ্রাপ্ত চারজনই বিডিইউ রোবটিক্স ক্লাবের কার্যকরী কমিটির সদস্য; তৌসিফ মাহমুদ ইমন- অর্গানাইজিং সেক্রেটারি, জুল জালাল আল মামুর সায়র- পাবলিসিটি এন্ড পাবলিকেশন সেক্রেটারি, নিশাত তাসনিম শিশির- ডেপুটি পাবলিসিটি এন্ড পাবলিকেশন সেক্রেটারি, বিত্ত বৈভব বর্মন- প্রজেক্ট এন্ড ওয়ার্কশপ সেক্রেটারি।
Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.