ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (BDU) এর শিক্ষা প্রযুক্তি বিভাগের তিন শিক্ষার্থী মো.আয়মান আসিফ, মো. মুরাদ হাসান এবং কে এম বদরুদ্দোজা-র সমন্বয়ে গঠিত ‘টিম এডুএসিস্ট’ Bangabandhu Innovation Grant (BIG) বিজয়ী হয়ে ১০লক্ষ টাকা গ্রান্ট পেয়েছে। যে ৫০ টি টিম সিলেক্টেড হয়েছে তার মধ্যে তারাই একমাত্র আন্ডারগ্রাজুয়েট লেভেল থেকে এসে ৫ম স্থান অধিকার করেছে।
টিমের সকলকে বিডিইউ প্রোগ্রামিং ক্লাব এর পক্ষ থেকে অভিনন্দন।