কালিয়াকৈরে লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিয়াকৈর, গাজীপুরে বাঁধন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি পরিবার এর “বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি” অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (পহেলা ফেব্রুয়ারি) লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিয়াকৈর, গাজীপুরে সকাল দশটা থেকে শুরু করে বিকাল পাঁচটা পর্যন্ত দিনব্যাপী বাঁধন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি পরিবারের আয়োজনে “বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি” অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে বিনামূল্যে প্রায় তিনশত পঞ্চাশ জন শিক্ষার্থী, অভিভাবক, কর্মচারী এবং আশেপাশের মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে জানিয়ে দেওয়া হয় এবং প্রতি চার মাস অন্তর অন্তর রক্ত দানে উদ্বুদ্ধ করা হয়।
এছাড়াও কর্মসূচিতে উপস্থিত থেকে বাঁধন, বিডিইউ পরিবারের সদস্যদের এই কার্যক্রমে সহযোগিতা করেন বাঁধন, ইডেন মহিলা কলেজ ইউনিট এর জোনাল প্রতিনিধি সানজিদা রহমান।
উল্লেখ্য, লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষকবৃন্দ উক্ত কর্মসূচির সাধুবাদ জানিয়েছেন এবং বাঁধন, বিডিইউ পরিবারের সর্বাঙ্গীন সফলতা কামনা করেছেন।
“একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন”