আজ বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ) এর একাডেমিক ভবনে বাঁধন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি পরিবার এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাঁধন, বিডিইউ পরিবারের আহবায়ক আব্দুল হাসিব এর সভাপতিত্বে উক্ত সাধারণ সভার সঞ্চালনা করেন বাঁধন,বিডিইউ পরিবারের সদস্য সচিব আবু সালেহ মুহাম্মদ মুসা।
আজকের এই সাধারণ সভায় উপস্থিত থেকে মুল্যবান বক্তব্য এবং অভিজ্ঞতা প্রকাশ করেন আইওটি এন্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান শামছুদ্দীন আহমেদ স্যার, প্রভাষক এবং বিডিইউ প্রক্টর ফারজানা আক্তার ম্যাম, প্রভাষক মাহির মাহবুব স্যার এবং এডুকেশনাল টেকনলোজি বিভাগের প্রভাষক ও বাঁধন, বিডিইউ পরিবারের উপদেষ্টা মুনিরা আক্তার লতা ম্যাম।
উক্ত সাধারণ সভায় বাঁধন, বিডিইউ পরিবারের মাসিক চাঁদা নির্ধারণ ও বর্তমান কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব ভাগ করে দেওয়া হয়।
তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক এর দায়িত্ব দেওয়া হয় মো: আসাদুজ্জামান কে, কোষাধ্যক্ষ এর দায়িত্ব দেওয়া হয় মো: আব্দুল্লাহ হিল কাফী আহমেদ কে, দপ্তর সম্পাদক এর দায়িত্ব দেওয়া হয় মো: ফয়সাল আহমেদ কে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক এর দায়িত্ব দেওয়া হয় মো: মুনতাছির মাহমুদ কে।
এছাড়াও উক্ত সাধারণ সভায় বাঁধন, বিডিইউ পরিবারের সার্বিক বিষয় নিয়ে বিস্তর আলোচনা করা হয়।